অনেক সময় ইচ্ছে জাগে আমি হব ঘুড়ি,  
অম্বরের এ পাড় হতে ওপাড় যাব উড়ি।  
কখন যেন উড়ার খোয়াব ভাঙবে আমারি,    
তোমার কাছেই যেতে হবে যতই আমি উড়ি।  

কৃষ্ণচুড়ার লাল আভা দেখব অভ্র থেকে,  
হৃদয় তুলি দিয়ে তোমায় যাব আমি এঁকে।  
যতই দেখি স্বপ্ন তোমার, যতই অঙ্কন করি,    
তোমার কাছেই যেতে হবে যতই আমি উড়ি।  

উড়ি উড়ি দেখব আমি নীলাম্বরের হাট,  
স্বপ্নলোকে পাড়ি দেব তেপান্তরের মাঠ।  
যতই স্বপ্ন দেখি আমি যতই বাজাই তুরি,  
তোমার কাছেই যেতে হবে যতই আমি উড়ি।

মনের সুখে উড়ব আমি দেখব অভ্রটাকে,    
লুকোচুরি খেলব আমি লুকিয়ে মেঘের ফাঁকে।  
যত খেলাই খেলি আমি, যখন টানবে ডুরি,    
তোমার কাছেই যেতে হবে যতই আমি উড়ি।
  
তুমি বুঝি আমায় নিয়ে পুতুল খেলা খেলো,    
এইতো বুঝি তোমার খেলা শেষ হয়ে এলো।    
ভাঙ্গাগড়া এ যে তোমার আজব কারিগিরী,    
তোমার কাছেই যেতে হবে যতই আমি উড়ি।
  
আমায় নিয়ে সারাবেলা খেলছ কেমন খেলা,    
সুতোয় বুঝি টান পড়বে পশ্চিমাচলে বেলা।  
কখন যেন হঠাৎ আমার প্রাণটা হবে চুরি,    
তোমার কাছেই যেতে হবে যতই আমি উড়ি।  

মোহাম্মদ সহিদুল ইসলাম (সিংগাপুর প্রবাসী)