গণতন্ত্র_৯
(সিরিজ কবিতা)
গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার,
যেখানে কথা বলার আছে অধিকার।
ইসলাম হলো, আমাদের পূর্ণ জীবন বিধান,
তবে সেথা থাকবেনা কেন রাজনীতির বয়ান?
এমন কথা বলে বেড়ায় ভ্রান্ত কিছু জনগণ,
তাদের জন্য তুলে ধরছি ইসলামের বর্ণন।
সংক্ষেপে বলছি মক্কা বিজয়ের সেই দীর্ঘ ইতিহাস,
কুরাইশরা বলে নবীকে, (স) আছে নারীর অভিলাষ?
একটি নয় দশটি দেব, মক্কার সেরা লাবন্যে জাঁতা,
তবু মোদের বাপ-দাদাদের করবেন না বিরোধিতা।
হুজুর (সাঃ) তাদের কথা ধৈর্যর সাথে শুনে,
ঐ যে আকাশে সূর্যটা, এও যদি দাও এনে,
তবু আমার এখান থেকে নিবৃত্ত সম্ভব না,
এ যে আমার মহামহিমের অপার মহিমা।
এমন কথা বলেছিলেন তিনি আরেক স্থানে,
১হাতে সূর্য আর অন্য হাতে চন্দ্র যদি এনে,
বলা যদি হয়, তবু ছেড়ে দাও তোমার মত,
চাইনা আমি রাজসিংহাসন, চাই সরল পথ।
বিনা বাধায় মুসলিম বাহিনী শহরে প্রবেশ করে,
মক্কায় গিয়ে হযরত মুহাম্মদ (সাঃ) ঘোষণা করে,
যারা আপন ঘরের দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ,
যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ।
যারা পূত কা’বা ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ,
কিন্তু ৬ অথবা মতান্তরে ৯জন রয়ে গেল অনিরাপদ।
এ সুবিধা পাবেনা যারা করেছে অক্ষমার্হ অপরাধ,
যেখানেই পাবে সেখানেই তাদের করতে হবে বধ।
এখানে নবীর (স) শিক্ষায়, কি আমরা পেলাম।
ক্ষমতার জন্য নবী (স) কখনো করেনি সংগ্রাম,
অন্যায়কে নবী (স) আমার দেননি কভু সায়,
আঘাতে প্রত্যাঘাত করতে দিয়ে গেছেন রায়।
হত্যার বদলে হত্যা কর, শান্তির বদলে শান্তি,
ভাইয়ে ভাইয়ে নাইরে জিহাদ, নাইরে ভ্রান্তি।
আজকে কিছু ভণ্ডের দল জিহাদ মানে না জানে,
জিহাদের নামে বোমা মারে ঈদগাহের ময়দানে।
ইসলাম হল শান্তির ধর্ম, মিথ্যা জাহির নিপাত যাক,
যেই ক্ষমতার পিছে ঘুরিস, ক্ষমতা কয় পিছে থাক।
ক্ষমতা কি এমন জিনিস, চাইলেই তুমি পাবে তা?
তোমার কর্মেই পাবে তুমি, না চাইলেও ক্ষমতা।
ধর্ম নিয়ে রাজনীতি চলবেনা তো আর?
গণতন্ত্রের নামে চাইনা ভণ্ডামি আর মিথ্যাচার।
চাইনা অমন গণতন্ত্র, চাই স্বাধিকার,
যেখানে কথা বলার আছে অধিকার।
চলবে_আগামী সংখ্যায়_গণতন্ত্র_১০
মোহাম্মদ সহিদুল ইসলাম
সিঙ্গাপুর_৬০৮৫৩৬