গণতন্ত্র_৮
(সিরিজ কবিতা)
গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার,
যেখানে কথা বলার আছে অধিকার।
গনতন্ত্রের নামে করে হ্যাঁ-না ভোটের প্রচলন,
এমন করে কি করে হয় গনতন্ত্রের প্রতিফলন?
তবু দিব্যি চালিয়ে যায় বাংলার ধরাধামে,
সংবিধানে কালি লেপে গনতন্ত্রের নামে।
কেউবা ইসলাম বিক্রি করে জনগনের রাখে মন,
সংবিধানে তাই বুঝি বিসমিল্লাহ্র হয় প্রয়োজন?
বিসমিল্লাহ পড়বো আমি বিধর্মী কেন পড়বে তা?
ইসলামে কি কোথাও আছে এমন অজ্ঞানতা?
মুসলিম আমি, সর্বশ্রেষ্ঠ ইসলাম হলো দ্বীন,
আমার জন্য কেন হবে অন্যের মুখ মলিন ?
মূর্খেরা সব ইসলাম নিয়ে করে বাড়াবাড়ি,
ইসলাম হলো সব সময়ে ন্যায়ের তরবারী।
কেউ বলে বিধর্মীদের বিসমিল্লাহ নেই প্রয়োজন,
তাই যদি হয় তবে কেন সংবিধানে সংযোজন?
সংবিধানে ধর্ম এঁটে সেজেছে ধার্মিক,
ধর্ম বেচে রাজনীতি, সে তো ভ্রষ্টের প্রান্তিক।
কেউবা দিচ্ছে জুমার খুৎবায় রাজনৈতিক ভাষণ
এমন করে করছে তারা মুসলিম বিভাজন
রাজনৈতিক ভাষণ বন্ধ করে সৌদি সরকার, ***
হেথায় মোদের কিছু ইমাম বড়ই সোচ্চার।
রাজনীতির নামে জাতি বিভেদ চাইনা আমি আর,
কোথায় বল, আছে তোমার এমন অধিকার?
চাইনা ধ্বংসের অধিকার, চাই স্বাধিকার,
যেখানে কথা বলার আছে অধিকার।
চলবে_ আগামী সংখ্যায় গণতন্ত্র_৯
মোহাম্মদ সহিদুল ইসলাম
সিঙ্গাপুর_৬০৮৫৩৬