গণতন্ত্র_৭
(সিরিজ কবিতা)
গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার,
যেখানে কথা বলার আছে অধিকার।
আমার দেশের জনগণ সরল ধর্মমনা,
এই সুযোগটা ধারণ করে পথভ্রষ্ট এক সেনা।
গনতন্ত্র ভঙ্গ করে বসেন রাষ্ট্র আসনে,
ধর্ম ব্যবসা শুরু করে গনতন্ত্রের বসনে।
মুক্তিযোদ্ধার সনদ ছিল, অন্তরে যার ট্রিক্স,
রাষ্ট্রের গলায় ঝুলিয়ে দেয় বিসমিল্লাহর তাবিস।
তার চাতুরী জনগণে বুঝতে নাহি পারে,
সরল মনে প্রবঞ্চনা সমর্থন যায় করে।
লোকে ভাবে এই বুঝি ইসলামের সুহৃদ,
ক্ষণ হারিয়ে বুঝে সে তো লালসালুর-মজিদ।
সংবিধান কি ধর্ম করে! ধর্ম করে মানুষে,
সংবিধানে ধর্ম টানিস তবে কোন উল্লাসে?
সংখ্যাধিক্য বলেই কি, ইসলাম করবে সর্বজন?
ইসলাম কভু নাহি করে এসব কিছুর সমর্থন।
মুসলিম আমি, সবার প্রতি চাই সুবিচার,
ইসলামের নামে কেন কপটতার ব্যবহার?
গনতন্ত্রের নামে চাইনা, ভণ্ডামি আর দুরাচার,
চাইনা ওসব গনতন্ত্র, চাই অধিকার।
চলবে_ আগামী সংখ্যায় গণতন্ত্র_৮
মোহাম্মদ সহিদুল ইসলাম
সিঙ্গাপুর_৬০৮৫৩৬