গণতন্ত্র_৫    
(সিরিজ কবিতা)

গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার,
যেখানে কথা বলার আছে অধিকার

মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য,  ***
গণতন্ত্র নাইরে দেশে, হয়ে গেছি বন্য।
কৃষক পায় না নায্য মূল্য,***
শ্রমিক পায়না বেতন। ***
বেকার ঘুরছে দ্বারে দ্বারে, ***
হয়রান জনগণ। ***

প্রতিদিন যে হারে বেড়ে যাচ্ছে গুম,
এতে করে নিচিন্তে দেয়া যায় না ঘুম।
কিছু কথায় সহমত কিছু অন্তরায়,  
গুম কেন হবে মানুষ স্বাধীন বসুন্ধরায়?
আমার টাকায় পাচ্ছে বেতন যেসব বাহিনী,
মেনে নেয়া যায় কি তাদের এমন কাহিনী?

শস্য রাখতে দিলাম বেড়া,
বেড়ায় শস্য খায়,
আইনের লোকে করছে কুকাজ,
যাব আমি কোথায়?
অপকর্ম হবার পরে,হয় সকলের বোধ,
শক্ত হাতে এসব কি আর, যায় না করা রোধ?

কেউবা বলে,
মুক্তিযুদ্ধ করেছিলাম গণতন্ত্রের তরে,  
এসব কথা,
ভণ্ডামি, যারা ধর্ম ব্যবসা করে।
সহজ সরল ধার্মিক,
তারা পেয়ে বাংলার জনগন,
ধর্মের দোহাই
দিয়ে করছে গণতন্ত্রের নিপীড়ন।
ধর্মের দোহাই দিয়ে চাইনা গণতন্ত্রের কলাত্কার,  
চাইনা ওসব গণতন্ত্র , চাই অধিকার।  

চলবে_আগামী সংখ্যা_গণতন্ত্র_৬    

সহিদুল
সিঙ্গাপুর

(*** চিহ্নিত এসব কথা_ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম খানের)   *** তথ্য সুত্র: http://www.dhakaprotidin.com/?p=16887