গণতন্ত্র_২  
(সিরিজ কবিতা)

গণতন্ত্র চাইনা আমি, চাই স্বাধিকার,
যেখানে কথা বলার আছে অধিকার।

সংসদ মেঠো বক্তৃতার জায়গা নয়, *
সদাশয় নেত্রী তাইতো মিথ্যা নাহি কয়।  
জিএসপি সুবিধা করতে বাতিল,  
বিবেক বুদ্ধি হারিয়ে
আর্টিকেল লিখেন নেত্রী।
দেশের গণ্ডী ছাড়িয়ে।
দেশের জন্য মায়া কেমন,  
দেখলাম বিবেক তাড়িয়ে।    
মিছে কথা কয় নেত্রী,    
সংসদে দাঁড়িয়ে।  

আর্টিকেলটি নেত্রীর লেখা,  
টাইমসের বিবৃতি। **
নেত্রী তবু মিথ্যা বলতে ,  
হয়না কভু নিবৃতি।  
মহান জায়গায় মিথ্যা বললে,  
না হয় যদি দণ্ড।    
মোর্চা করে সবাই তবে,    
করবে এসব কাণ্ড!  
এই বুঝি গণতন্ত্র, এই বুঝি অধিকার!  
কথা বলতে নাহি লাগে সত্য-মিথ্যার বাছ-বিচার,  
সংসদে হয় যদি কূটবুদ্ধি-কদুক্তির ব্যবহার    
চাইনা এমন গণতন্ত্র, চাই স্বাধিকার।

চলবে_আগামী সংখ্যা_গণতন্ত্র_৩    

* সূত্রঃ (http://www.prothom-alo.com/bangladesh/article/16432/ এটা_আমার_চিঠি_নয় )
** সূত্রঃ (ওয়াশিংটন_টাইমসে_http://www.jjdin.com/?view=details&type=single&pub_no=529&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=23&archiev=yes&arch_date=03-07-2013)

মোহাম্মদ সহিদুল ইসলাম