ফড়িং ভাই,ফড়িং ভাই,
একটু দাঁড়াও,
তোমার সাথে উড়বো আমি,
আমায় নিয়ে যাও।
না......না......না......!
ওরে দুষ্টু মনা,
তোর কাছে যেতে,
আছে আমার মানা।
তোর কাছে কভু,
আমি যাবনা।
ধরতে পারলে জানি,
ভাঙ্গবে আমার ডানা।
মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)