টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকারে,
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা।
যার আছে টাকা, সেই তো থাকে ঢাকা,
সীটের নীচে ঘুরে তার দামী দামী চাকা।
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকারে,
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা।


অদ্ভুত এ ধরায় কত আজব কাহিনী ,
টাকার কাছে পরাজিত বিচারের বানী।
অধম আমি বিচার চেয়ে বনিলাম বোকা,
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা,
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকারে,
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা।

এই জগতে দেখলাম কত এজিদের বংশ,
নির্বিচারে কত দেশকে করিল ধ্বংস।
টাকার জোরে প্রবঞ্চনার বুলি ছাড়ে ফাঁকা।  
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা,
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকারে,
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা।

তোমার টাকা আছে ভুঁড়ি ভুঁড়ি, বন্ধুর অভাব নাই,
ফুরাইলে অর্থ-কড়ি, পাশে কেহ নাই।  
টাকা ছাড়া জীবন তোমার শুধুই বিভীষিকা,
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা,
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকারে,
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা।  

এই সংসারে আছে কত অহংকারীর দল,  
টাকার উষ্মায় খাটায় তারা আইনবিরূদ্ধ বল।
সবি একদিন হবে ফাঁকা, সবাই তরে দিবে ধোঁকা,  
তবু, টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা,
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকারে,
টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা।  

__মোহাম্মদ সহিদুল ইসলাম