এলোরে এলোরে রমজান এলোরে ধরায়,
বাঁকা চাঁদের হাসি নিয়ে এলোরে ধরায়।
চির ভাস্বর করব সবাই ত্যগের মহীমায়,
কখন যেন নীলাম্বরে তোমার শোভা পায়।
হঠাৎ যখন দেখে তাকে নীলাম্বরের গায়,
সবাই তখন মনানন্দে, খুশীর গীত গায়।
এলোরে এলোরে রমজান এলোরে ধরায়,
বাঁকা চাঁদের হাসি নিয়ে এলোরে ধরায়।
খুশীর বানে ভাসছে সবাই মনের মোহনায়,
সাম্যের ডাক দিয়ে যায় বাঁকা চন্দ্রিমায় ।
এলোরে এলোরে রমজান এলোরে ধরায় ,
বাঁকা চাঁদের হাসি নিয়ে এলোরে ধরায়।
দেখতে ঐ চাঁদের হাসি আছি অপেক্ষায়,
বরণ করে নেব তোমায় মনের বাগিচায়।
এলোরে এলোরে রমজান এলোরে ধরায়,
বাঁকা চাঁদের হাসি নিয়ে এলোরে ধরায়।
সময় তোমার যায়রে, যায়রে চলে যায়,
এসো পঙ্কিলতা দূর করি সিয়াম সাধনায়।
এলোরে এলোরে রমজান এলোরে ধরায় ,
বাঁকা চাঁদের হাসি নিয়ে এলোরে ধরায়।
মোহাম্মদ সহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী)