এলোরে বৈশাখ (সহিদীয়া সঙ্গীত_১৪)
মৈত্রী আর মিতালির দিয়ে যাই ডাক,
খুশির বার্তা নিয়ে এলোরে বৈশাখ।
এলোরে বৈশাখ।
ব্যর্থতা-গ্লানি যত যাক মুছে যাক,
সুখের বার্তা নিয়ে এলোরে বৈশাখ।
এলোরে বৈশাখ।
লালে লাল ফুল্ল সাজে কৃষ্ণচূড়া,
অনিন্দ্য উল্লাসে জাগে বসুন্ধরা ।
দিগন্ত দুয়ারে দেখ স্বস্তির হাঁক,
খুশির বার্তা নিয়ে এলোরে বৈশাখ।
এলোরে বৈশাখ, এলোরে বৈশাখ।
বৈশাখী অভ্রে মেঘ করে যখন খেলা,
মনের প্লাবনে ভাসাই প্রেমের ভেলা।
প্রেমের তেজে হিংসা, হয়ে যাক খাক,
সুখের বার্তা নিয়ে এলোরে বৈশাখ।
এলোরে বৈশাখ, এলোরে বৈশাখ।
চৈত্রের রূষ্ট তাপে উর্বী, তপ্ত যখন,
সিক্ততা নিয়ে আসে বৈশাখী সমীরণ।
এখনি নামবে মেঘ, ধরণী নির্বাক,
খুশির বার্তা নিয়ে এলোরে বৈশাখ।
এলোরে বৈশাখ, এলোরে বৈশাখ।
বৈশাখী মত্ত বায়ু জোরে তুমি বইয়ো না,
বৃষ্টির পথে তুমি বাধা আর হইয়ো না,
এক পশলা বর্ষণ যাক হয়ে যাক,
সুখের বার্তা নিয়ে এলোরে বৈশাখ।
এলোরে বৈশাখ, এলোরে বৈশাখ।
মোহাম্মদ সহিদুল ইসলাম