ঈর্ষা ভুলো বিদ্বেষ ভুলো, ভুলো অভিমান,
ঈদানন্দে, মনাহ্লাদে রাঙ্গাও তোমার প্রান।
ধনি-গরীব আজকে কারো নাইরে ব্যবধান,
উচু-নীচু নাইরে প্রভেদ সবাই আজি সমান।
দরজা তোমার খোলা রেখ
গরীব দুঃখীর তরে,
সময় মত ফিতরা দিয়ো
অনাহারীর ঘরে।
মোহনীয় সাজে তুমি সেজে একাকার,
প্রতিবেশীর খবর কি নিয়েছ একবার?
পড়শী যদি কভু তোমার থাকে উপবাস,
মোহনীয় সাজ তোমার হবে সর্বনাশ।
বাজে কাজে সময় তুমি করোনা নষ্ট,
নষ্ট ক্ষণের জন্য একদিন পাবে তুমি কষ্ট।
কষ্টটুকুই একমাত্র হবে তোমার সার,
সঙ্গী সেদিন হবে শুধু কর্মটি তোমার।
রক্তের বাঁধন ছিন্ন কভু করনাকো তুমি,
মনেরেখ তবে কিন্তু হবে জাহান্নামী।
আত্মীয়দের খবর নিয়ো উত্সব-পার্বণে,
তারা যেন কষ্ট নাপায় তোমার আচরণে।
কর্মগুণে হবে তুমি মানব মাঝে অমর,
আপন আপন বলে শুধু করোনা সমর।
আচরণে মানব কুলে থাকবে অনন্ত,
সবার মাঝে স্থান করে নাও থাকতে জিয়ন্ত।
মোহাম্মদ সহিদুল ইসলাম
Sahidul_77@yahoo.com