কোন গ্রামে যাচ্ছ তুমি,
ও বানর ওয়ালা?
এসো তুমি মোদের বাড়ি,
দেখব বানর খেলা।
এই যে দুষ্টু বানর,
আমি জানি গো জানি।
সারাক্ষণ শুধু তুমি,
করো শয়তানী।
লাফালাফি করলে বেশী,
আসবে মৌমাছি
হুল ফুটাবে গায়ে তোমার
ছুটবে বদমায়েসি
মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)