কিছু লোকে বলে, তুমি নাকি সাহসী, নির্ভীক,
দুঃসাহসের জন্য বন্ধু আমি তোমায় জানাই ধিক।
নিয়ম নীতি, নৈতিকতা দিয়ে বিসর্জন,
দিবসের পর দিবস তুমি করেছ প্রতিবেদন।
মক্কা শরিফও তোমা হতে পায়নি পরিত্রাণ,
এখানেও তুমি মানুষকে মিথ্যা করেছ দান।
চাঁদে তুমি সাঈদি দেখো, গায়ে মুসলমানের বেশ,
আমি বলি তোমার মধ্যে নাই ঈমানের লেশ।  
আমার দেশের অনেক মানুষ সহজ সরল মনা,
তাদের, সেই সুযোগে ভ্রান্ত পথে করেছ চালনা।
ধর্মের দোহাই দিয়ে তুমি দিয়েছ উস্কানি,
উস্কানিতে কত মানুষের হয়েছে প্রাণহানি।
পাপ ছাড়েনা বাপেরে, তোমারা জন্য এটাই ঠিক,
দুঃসাহসের জন্য বন্ধু আমি তোমায় জানাই ধিক।


মোহাম্মদ সহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসি)