ছবি
এমনি তো হয়,
এ যে মনেরই কথা কয়।
যদিও ছবি কাঁদতে নাহি জানে,
এই ছবিই কখনো ভাসায় আঁখি বানে।

ছবি
অনুভূতির একটি ফ্রেম,
ছবি একটি আবেগে বাধা প্রেম।
যখন লাগবে একা, খুলিও স্মৃতির আলেপ,
মনটা তোমার ভরিয়ে দেবে ভালবাসার প্রলেপ।

ছবি
ধারণ করে আবেগ, অনুভুতি,
যখন কষ্ট হয় বুঝতে মনের গতি,
মনের চক্ষু খুলে দেখে নিও সুখের স্মৃতি,
সুখের স্মৃতি আনবে মনে অনুরাগ-প্রীতি।

ছবি
তাঁর কিছু নিজস্বতা থাকে
যাতে করে বুঝতে পার তাকে,
মনের মন্দিরে তুমি বসাবে যাকে,
প্রতিচ্ছায়ায় তুমি চিনে নাও তাকে।

ছবি
সময়ে দুখের কথা বলে,
সময়ে আবার সুখের কথা তুলে,
ছবির মধ্যে স্বপ্ন,কভু তোমার দোলে,
স্বপ্নই মানুষকে নিয়ে যায় জীবনের মূলে।

ছবি
আঁকলাম সবার মনের পরে,
যখন আমি থাকবোনা পৃথিবীর তরে,
আমার ছবি তখন তুমি দেইখো পরান ভরে,
হয়তো প্রসাদ পেতে পার তোমার হৃদয় জুড়ে।

মোহাম্মদ সহিদুল ইসলাম