তোরা যারে-তারে নির্বিচারে নাস্তিক বলিস ক্যান,
তোদের কোরআন-সুন্নায় আছে কিরে জ্ঞান!
হও যত বড় রাজনীতিবিদ,
হও না কেন মন্ত্রী-মিনিস্টার,
তাই বলে কি আছে অধিকার,
কোন বিষয়ে ফতোয়া দেবার।
ফতোয়া দিবে কারা, শরীয়ায় জ্ঞান রাখেন যারা।
মজলিশে শুরা গঠন করে, ন্যায় কাজী নিয়োগ করে,
দোষীর দোষ প্রমাণ করে, করতে হবে দণ্ডদান,
এটাই ইসলামের বিধান।
তোরা যারে-তারে নির্বিচারে নাস্তিক বলিস ক্যান,
তোদের কোরআন-সুন্নায় আছে কিরে জ্ঞান!
ওরে জেনে রাখিস তোরা, কথা বললে মনগড়া,
বিচারের দিন খাইবি ধরা, নাইরে পরিত্রাণ,
ওরে নাইরে পরিত্রাণ,
তোরা যারে-তারে নির্বিচারে নাস্তিক বলিস ক্যান,
তোদের কোরআন-সুন্নায় আছে কিরে জ্ঞান!
শরীয়া আইনে কি বলে, কাউকে নাস্তিক বলতে হলে,
কোরান সুন্নাহ অস্বীকারের লাগবে উপযুক্ত প্রমাণ,
লাগবে উপযুক্ত প্রমাণ।
তোরা যারে-তারে নির্বিচারে নাস্তিক বলিস ক্যান,
তোদের কোরআন-সুন্নায় আছে কিরে জ্ঞান!
হাদিসে কি আছে শোন, অপবাদ নাহি দিয়ো যেন,
নির্বিচারে নাস্তিক বলে, যদি না করতে পার প্রমাণ,
জেনে রেখ, নাস্তিক হিসেবে তুমি একদিন হবে দণ্ডায়মান,
তুমি হবে দণ্ডায়মান।
তোরা যারে-তারে নির্বিচারে নাস্তিক বলিস ক্যান,
তোদের কোরআন-সুন্নায় আছে কিরে জ্ঞান!