লাভ ইজ হ্যাভেন,
রমণীয় প্রীতি চূড়ায় সুচিত্রা সেন।
আছে কি আর তুল্য তোমার!
যেথায়, তুমিই তোমার হেন।
লাভ ইজ হ্যাভেন,
রমণীয় প্রীতি চূড়ায় সুচিত্রা সেন।

তুমি পুষ্পিতা, তুমি পবিত্রচেতা,
তুমি আশার আলো, বাংলার সাইরেন।
গর্বিত আজ বাংলা ভাষী,
শ্রদ্ধা রইল তোমার প্রতি, সুচিত্রা সেন।

ওপার বাংলায় হিন্দু মাতে মুসলিম নিধনে,
এপার বাংলায় মৌলবাদী হিন্দু আক্রমণে,
নিরেট ক্ষণে দেশের তরে কাঁদে তোমার মন,
মাত্রিভুমে হয় যেন, নিরন্তর শয়ন।

মৌলবাদের হানায় যেথায় হিন্দুরা নির্বাক,
অন্তিম বাণী সেথায় তোমায়, দেয় ঐক্যের ডাক।
কঠিন তোমার, ইচ্ছে বাণী,
চাইনা কেহ হানাহানি।

সিরাজগঞ্জ জেলা তোমার, বেলকুচির কন্যা,
শেষ বানীতে বহিয়ে দিলে দেশপ্রেমের বন্যা।
অন্তিমকালে দেখালে তুমি,
অপূর্ব এক লেন।
লাভ ইজ হ্যাভেন,
রমণীয় প্রীতি চূড়ায় সুচিত্রা সেন।

হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খৃষ্টান,
দেশের তরে সবাই সমান।
দেশপ্রেমে এক হয়ে মানবো সবাই চেইন,
আসুক যত ঝড়-তুফান, আসুক মহাসেন।
লাভ ইজ হ্যাভেন,
রমণীয় প্রীতি চূড়ায় সুচিত্রা সেন।

সহিদুল ইসলাম
Sahidul_77@yahoo.com