####################################################### বন্ধুরা ক্ষমা করবেন বাবাকে নিয়ে এর আগে আরও ০৩টি কবিতা পোস্ট করেছি, এবার আরও ০১টি কবিতা দিলাম। বাবাকে নিয়ে যতই লিখি, কিছুতেই যেন মন ভরে না। তাই আরও ২/১টি কবিতা দেয়ার ইচ্ছা আছে। #######################################################
বাবার ছায়াতলে
শোন সবে ভাই,
আমি বলে যাই,
এই ভুবনে যার,
নাইরে বাবা নাই,
তার মত এতিম,
নাইরে কেহ নাই।
যদি করো মনে,
আসে বিষণ্ণতা,
বাবার ছায়াতলে,
আসে প্রসন্নতা।
দেখলে একবার
বাবার মুখের হাসি,
চলে যায় মনের,
সকল দুঃখ রাশি।
দেখি বাবা তোমায় আমি,
খোলে মনের আরশি,
তোমায় ভালবাসি বাবা,
তোমায় ভালবাসি।
মনের আয়নায় যখন বাবা,
দেখি তোমার মুখ,
শান্তিতে ভরে মন,
মুছে সকল দুঃখ।
মোহাম্মদ সহিদুল ইসলাম (সিঙ্গাপুর প্রবাসী)