বাবা আমার বাবা,
তুমি আমার প্রিয়জন,
পৃথিবীতে তোমার চেয়ে,
নাইতো আপনজন।
যাব আমি স্কুলেতে,
নাইরে খাতা নাই,
গৃহশিক্ষকের বেতন দিব,
কোথায় টাকা পাই,
স্বার্থ ছাড়াই সকল কিছু,
করেছ তুমি দান,
পৃথিবীতে তোমার চেয়ে,
নাইতো আপনজন।
অসুখ হলে সবার আগে,
ডাক্তার এনেছ ডাকি।
আমার অসুখে অশ্রুসিক্ত,
হয়েছে তোমার আঁখি।
সকল কিছুই করেছ,
বাবা, দিয়া তোমার মন,
পৃথিবীতে তোমার চেয়ে,
নাইতো আপনজন।
মনে কি পরে না তোদের,
সম্রাট আকবরের কথা,
পিতৃস্নেহের উপমাটি
আজো আছে ইতিহাসে গাঁথা।
ছেলের প্রতি ভালবাসা,
করিতে প্রমাণ,
সম্রাট আকবর নিজের জীবন,
করেছিলেন দান।
তাইতো বলি, তোমার চেয়ে,
নাইতো আপনজন,
বাবা আমার বাবা,
তুমি আমার প্রিয়জন।
বাংলাদেশ আগামী ১৬/০৬/২০১৩ তারিখে বাবা দিবস পালত হবে, তাই বাবা দিবস উপলক্ষে, পৃথিবীর সকল বাবার প্রতি আমার এ কবিতা উৎসর্গ করলাম।