নিশিতে যত স্বপ্ন দেখেছি তোমাকে ঘিরে,
সকল পূর্ণতা নিয়ে আসুক আমাদের নীড়ে।
যত অভিলাষী প্রতীতিতে ভরেছে হৃদয়,
একে একে যেন, সকলই সত্যি হয়।
তোমায় এতো ভালবাসি শুধুই অকারণ,
সর্বস্ব বাজিতে করব তোমার স্বপ্ন পূরণ।
আমি চাইনা তোমার স্বপ্ন বৃথা হয়ে যাক,
আমি চাইনা তোমার যাচনা অপূর্ণ থাক।
আসুক নেমে অমানিশার ঘোর অন্ধকার,
আঁধারে হারাক তোমার সকল আতান্তর।
দুঃখ-কষ্ট, যাতনা আছে যত মনের ভিতরে,
দমকা হাওয়ায় ধুলো হয়ে যাক সকল উড়ে।
তোমার যত আশা-আখাঙ্খা, ইচ্ছে-অভিলাষ,
পূরণ করতে জীবন বাজি রাখব বার মাস।
হৃদয়টা মোর রিক্ত করোনা এই যাচনা রাখি,
নইলে কিন্তু সারা জীবন ঝরবে আমার আঁখি।
মোহাম্মদ সাহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী)