রজনী যখন নিঝুম হয়ে আসে নীরবতা,
তোমার জন্য বন্ধু আমার বাড়ে আকুলতা।
গভীর হয়ে রাতে যখন নিস্তব্ধতা বাড়ে,
তোমার কথা বন্ধু তখন শুধুই মনে পড়ে।
নিস্তব্ধতা ভাঙ্গে যখন ডাকে ঝিঁঝিঁ পোকা,
তখন যেন বন্ধু আমার আরও লাগে একা।
ঘুমাতে যাই ঘুম আসেনা বাইরে চলে আসি,
ক্ষণিকের তরে বসে বসে শশীর হাঁসি দেখি।
নিঃস্বার্থে দিয়ে শশিকর নিশার ক্ষপাপতি,
পললে তার প্লাবিত করছে সুপ্ত প্রকৃতি।
নভশ্চরেরা সাজিয়েছে নভ দিয়ে গুচ্ছ জ্যোতি,
জ্যোতিতে নিশার নীরবতা পেয়েছে নব দ্যুতি।
চন্দ্রিমার প্রভায় কষ্টগুলো ফিকে হয়ে আসে,
তোমার ছবি ঠিক তখনি মন দর্পণে ভাসে।
অনুপলে শশাঙ্ক যখন মলিন হয়ে যায়,
অন্তর আমার ঠিক তখনি বেদনায় ভরে যায়।
মোহাম্মদ সহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী)