পূর্ব প্রকাশিতের পর___

আল্লাহ্‌ যদি বাধা না দেয় তোমাদের এ সমরে,
তোমাদের সাথে আমরা প্রতিরোধ করব কি করে?
পরে হুনাতা তাকে বলে, তুমি সঙ্গে চল আমার,  
কারণ আবরাহা তোমাকে আদেশ দিয়েছে যাবার।
আঃ মুত্তালিব সুন্দর সুঠাম এবং লম্বা মানুষ ছিলেন,
আবরাহা তাকে নিচে বসানো অনুচিত মনে করেন।
অন্য দিকে বাদশাহের গদিতে তাকে বসতে দেয়া,
এতেও আবরাহা চিন্তা করলেন অমঙ্গলের ছায়া।
সেই জন্য আবরাহা নিজ আসন থেকে নেমে এসে
আঃ মুত্তালিব ও আবরাহা চটের উপর পাশাপাশি বসে,  
অনুবাদককে বললেন, আব্দুল মুত্তালিবকে জিগাও,
হে আব্দুল মুতালিব বল এখন তুমি কি চাও ?
প্রত্যুত্তরে আব্দুল মুতালিব বলেন, শোন হে বাদশা,
আমার দু’শ উট ফেরত চাই, নেই তো কোন আশা।
একথা যখন আবরাহাকে অনুবাদ করে শুনান হল,
তখন তিনি অনুবাদককে বলেন, তুমি তাঁকে বল,
আমি মনে করি তোমাকে অনেক বিচক্ষন ও জ্ঞানী,
আমি আবরাহা, তোমার মুখে একি তুচ্ছ কথা শুনি।  
তুমি, দু’শ উটের কথা ভাবছ, একি আসলেই সত্যি
ধ্বংস আমি করব তোমার বাপ-দাদার দ্বীনের ভিত্তি।

মোহাম্মদ সাহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী )

চলবে>>>>>>>>>>>>>>>>>>