পূর্ব প্রকাশিতের পর___
যখন তারা জানতে পারে তার প্রতিরোধ সম্ভব না।
তখন তারা পরিবর্তন করে তাদের ঐ পরিকল্পনা।
পরে ‘আবরাহা’ মক্কায় পাঠালেন হুনাতাকে,
নেতাদের সাথে সাক্ষাত করে বল তাদেরকে,
আবরাহা, আসেনি তোমাদের সাথে করতে সমর,
তিনি ধ্বংস করতে এসেছে কেবল আল্লাহর ঘর।
তোমরা যদি সৃষ্টি না কর ধ্বংসে প্রতিবন্ধকতা,
তাহলে নেই কোন রক্তপাতের প্রয়োজনীয়তা।
যদি তারা না করতে চায় কোন সশস্ত্র লড়াই,
তাহলে তাদেরকে আমার সামনে দেখতে চাই।
আদেশ মতে হুনাতা মক্কায় প্রবেশ করে,
কুরাইশদের নেতা সম্পর্কে জিজ্ঞাসা করে।
প্রশ্নের প্রতি উত্তরে বলা হয় শোন হুনতা,
আব্দুল মুতালিব হাসেম আমাদের নেতা।
শুনে হুনতা আঃ মোতালিবের কাছে এসে বলে
আবরাহার প্রস্তাবিত সমস্ত বিবরন ধরছে তুলে
কসম করে আঃ মুতালিব বলে যুদ্ধের ইচ্ছা নাই,
তার সাথে মোকাবেলার শক্তিও আমাদের নাই।
এটি আল্লাহ ও তার খলীফার সম্মানিত ঘর।
এই ঘরকে সুরক্ষার দায়িত্ব একমাত্র আল্লাহর।
মোহাম্মদ সাহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী )
চলবে>>>>>>>>>>>>>>>>>>