পূর্ব প্রকাশিতের পর___
পাখিরা যখন পাথর গুলি করছিল নিক্ষেপণ,
যার শরীরে ছোঁয়া লাগে সেই হয় নির্বাপণ।
কেউবা মরে পানিতে পরে কেউবা রাস্তায়,
একই পাথর আঘাত করে আব্রাহার গায়।
তার লোকেরা তাকে ‘সান’আয়’ নিয়ে যায়,
যাবার পথে আঙ্গুল্গুলি খসে খসে পরে যায়।
‘সান’আয়’ পৌঁছে আব্রাহা এমন দুর্বল হয়,
পাখির ছানার মত হয়ে প্রাণটি উড়ে যায়।
ভবের লীলা সাঙ্গ হল, খেললেন বিধি খেলা,
বিনা যুদ্ধে দেখালেন তিনি আব্রাহা ধ্বংসলীলা।
ইতিহাসে রয়েছে স্মৃতি বাস্তব এ উপাখ্যান,
যার কারণে বৃদ্ধি পায় কুরাইশদের সম্মান।
আল্লাহ্র ঘর, নিজে তিনি করেছেন হেফাজত,
সারা বিশ্বে ছড়িয়ে পরে আঃ মুতালিবের ইজ্জত।
চিনল যাকে তরুলতা, চিনল বনের পাখি,
মানুষ হয়ে অন্ধ মোরা, বন্ধ মোদের আঁখি।
থাকতে অনুপল করো নির্মল মনের পঙ্কিলতা,
নইলে, জীবন মানে পাবে তুমি শুধুই শূন্যতা।
মোহাম্মদ সাহিদুল ইসলাম ( সিঙ্গাপুর প্রবাসী )