(১)
তারপর ,
একদিন তুমি বললে..
আমাদের বিচ্ছেদের খুব দরকার বুঝলে !
হয়ত দু-একটা ক্লান্ত বিকেল আর
ঝুঁকে পড়া রোদ, কিছুটা সময় দিলেও
আমরা কিন্তু জবাব দিতে পারিনি !
(২)
বিচ্ছেদে আজ শব্দ খুঁজে পাই
ছন্দ খুঁজি তোমায় খুঁজি না,
প্রাক্তন হলেও তবু প্রেমের গল্প বুনি না।
আসলে তুমি সংসারে আছো সংস্কারে বাঁচো,
আর আমি কেমন পাগল পাগল বুঝি?
সারাদিন ধূলো বালি মেখে চেনা গন্ধটাই খুঁজি ।।
এখন তুমি খুব ভোরেই ওঠো.....
আয়নার সামনে লক্ষ্মী হতেই ছোটো
আঁচলের ঝাপটায় ঘুম ভাঙে আজ অন্য কারো ।
আসলে তুমি সংসারে আছো সংশয়ে আছো
আর আমি কেমন যেন কবি কবি ধরণের
সারাদিন স্মৃতি জড়ো করে শব্দ শব্দ খেলি ।
তুমি বিরক্ত হবেই, সে দায়িত্ব আমি নিলাম
তাই এক ডট কলম সংসার তোমাকে উপহার দিলাম,
আসলে তুমি সংসারে আছো সংসারী হয়ে বাঁচো
আমি সদ্য সংসার থেকে সন্ন্যাস নিলাম ।।