মাটির মন খারাপ বলে
আকাশ সেদিন জ্বলে উঠল একমুঠো রোদ ছড়িয়ে।
বৃষ্টি খুব ভয় পেয়েছিলো !
কাউকে কিছু না জানিয়ে হঠাৎ সে হারিয়ে গেলো ।


বৃষ্টিকে ভালবাসতো বলে
সেদিন টুকরো হয়েছিল মেঘের মন
মাটিরও খুব প্রয়োজন ছিল বৃষ্টির
সে তার শুষ্ক দেহে গিলছে শুকনো ঠোঁট ।


মাটি অনেকটা সময় ধরে বৃষ্টির পথ চেয়ে
আকাশকে নালিশ জানায় রোজ....
এরপর শীত কাটলো, বসন্ত কাটলো,
অভিমানী মাটির সুপ্ত যৌনে বর্ষা শান দেয় রোজ ,
বৃষ্টি কে কাছে পাওয়ার আশায় ।
আজ আকাশের মুখে হাসি নেই
বৃষ্টি ফিরেছে  ঘরে.....    সদ্য যুবতী ।
মেঘের অভিমান ভাঙ্গাতে গিয়ে,বৃষ্টির সে কি কান্না !


আর মাটি ....
সারাদিন ভিজল যৌনতায়
মেঘের হ্নদয় ভাঙ্গা অশ্রু দিয়ে।