সেদিন নদীর কাছে
পুরুষচুম্বনের আবদার ছিল
তাই এ যাবৎ মোহনায় ফিরল না সে ।
ঊড়ে আসা অক্ষরবিহীন টোপ আর
কিছু লিমেরিক ।
নদীর গতিপথ পরিবর্তনশীল
ব-দ্বীপের গন্ডি ঘেঁষে
প্রমান সুলভ সাফল্য। কপ্লেটের ন্যায়।
সন্দেহ লগ্নে ভুলত্রুটি মার্জনা করবেন ।
হারানো গতিপথে
গুটি পায়ে এগিয়ে যাচ্ছে নদী,
ঝিনুক খুঁজতে গিয়ে,জমা আয়না জলে
নিজেকে মানুষ মানুষ মনে হল তার ।।
আর আমি!
সুপ্ত আগ্নেয়গিরী, তাই পুড়তে লাগলাম,
লাভা হয়ে পুস্ফটিত হতে চাইনি কোনোদিন
তাহলে উৎসতেই নদী মোহনা খুঁজে পেতো ।।