দশ বাই দশের ঘরে
দিনগুলো কেমন কফিনে কাটে
চারিদিকে হাজার মানুষের ভিড়ে
কেউ কারো খবর রাখেনা
টেনে হিচড়ে আনি অতৃপ্ত কিছু বিষাদ-বেদনা ।।


তোমার স্বপ্নকে বন্ধক রেখে সাজালাম ফ্ল্যাট বাড়ী
আলোর শহরের নরম বিছানায় ঘুম আসে না
মনে হয় কতকাল ঘুমাইনি
ব্যথাময় রাত স্বপ্ন সাজিয়ে যায়
উদাসী শহরের জ্বরে,


আর,
সবুজ ছেলেটি অবুজ ভালবাসা খুঁজে যায় !


ডোরাকাটা লাল শাড়ি পড়ে কেউ আসল
আমার ঘর সাজানোর ছলে ।


তারপর আমি মন খুঁজলাম সে শরীর খুঁজল
ভালবাসা চাইলে বিনোদনে মাতল ।
স্বপ্ন ভাঙল আমার তার উগ্র-বিলাসীতায় ।।


এ শহর ছাড়িয়ে নদী পেড়িয়ে
জারুল আর হিমুলের ভিড় ঠেলে
আমার প্রিয় পরিযায়ীর হাতে চিঠি দিলাম
শ্রী চরনেষু বাবা -তোমাকে খবর পাঠালাম ।।