গল্পে তুমি বেশতো ছিলে,
ভীষণ কালো টালির চালে.....
বৃষ্টি নামে কই !
আমার যত,টুকরো খেয়াল
স্মৃতির ডালে,ঝাপসা দেয়াল
মন পিয়নের সেই চিঠিটা,
হারিয়ে গেল কই ।
জমছে ধুলো প্রেমের খাতায়
বলছি আমি আয় ফিরে আয়,
মেঘ করেছে তুমিও জানো
মন ভেঙেছে সেটাও মানো,
ফিরলে তবে কই......
রং চটেছে ইমারতে
দালান ঘেঁষা সূর্য পাঠে,
ফিরলো ঘরে ক্লান্ত বিকেল
তুমি ফিরলে কই।
আমি মুখ বাড়িয়ে রই
আমি ঠোঁট ফুলিয়ে রই ।