ধরো যদি হঠাৎ করে.......
দমকা হাওয়ার সঙ্গ নেয় মেঘ
তুই না হয় আকড়ে ধরেই মাঠি
বাঁচতে চেয়ে ভীষণ ভাবে কিছুটা হলেও শেখ ।

ধরো যদি হঠাৎ করে......
শেষ বেলাতেই রাত্রি নামে,আঁধার করে ঘর
বারণ ভাঙ্গা চাঁদের আলো নিভতে গিয়েও বলে গেল
ভয় পাচ্ছিস, অমাবশ্যাও তো কারো না কারুর পর।

ধরো যদি হঠাৎ করেই.....
ক্লান্ত বেলা শান্ত বিকেল আর গড়িয়ে আসে সন্ধ্যা
মন খারাপের বদ হজমে টলতে টলতে রাত্রি গুলো
অবাক চোখে তাকিয়ে বলে প্রেমের বাজার ভীষণ মন্দা।