কোথায় তোমার বাড়ি এখন
কোন শহরে করো তুমি বাস
ট্রেনটা এখন কোন পথে বা যায়
কোথায় ছাড়ে প্রেমের দীর্ঘশ্বাস ।
কোন কাঁধটা ভরসা যোগায়
কোন হাতটা শক্ত করে ধরো
হারিয়ে যাওয়া ভীষণ সোজা
মনের ভিড়ে মন খুঁজতে পারো ?
কপালে আজ পড়েছে ভাঁজ
বয়সের ছাপ ত্বকে,বলিরেখা সবটা জানে
ভেজাল বিরোধী প্রেমের অভিযানে
তবু খুঁজিনি বিচ্ছেদের মানে ।
তোমার ঘরের নতুন আলোয়
মুছলে স্মৃতি এক এক করে
সব খামে আজ ভুল ঠিকানা
কিছু চিঠি তাই ডাক পিয়নই পড়ে । ।