তারপর একদিন স্বপ্নেরা ছোটো হবে
আমরা বড়ো হবো ধীরে ধীরে........!
হয়ত রাত জেগে তারা গোনা হবে না আর !
চাঁদ তখনো দুজনেই দেখব,
কিন্তু কেউ কারোর সাথে কথা বলব না
আমরা ভালোবাসা বন্ধক রেখে সম্পর্ক কিনব ।
তোমার বেনুনীটা কোন্ কাধে ছিল
তোমার প্রিয় রং,প্রিয় খাবার আর প্রিয় মানুষগুলো
ঠিক কতটা প্রিয় আজও আছে
জিজ্ঞেস করা হয়েও হবে না ।
শরীরের কোথায় কটা তিল ছিল
ঠিক কতবার নিংড়ে ভালোবেসে
কতটা শরীর ছুঁয়ে পুণ্যবান হয়েছিলাম,
সব....সব কিছু ভুলে যাবো আমরা ।
আমরা একই আকাশের নিচে থাকব
একই সূর্যের রোদে কাপড় মেলব,
একই বৃষ্টিতে ভেজার অজুহাত খুঁজব
শুধু একসাথে ভেজা হয়ে উঠবে না আর কোনোদিন ।
আমাদেরও সংসার হবে
দুজনই দুটো আলাদা সংসার সামলাবো,
শুধু জীবনের হিসেব কষতে যখন বসবো
তখন মনে পড়বে কে কাকে কতটা ঠকিয়েছিলাম ।।
আসলে আমরা সবাই বোকা কেউ চালাক নই
আমরা সবাই ঠকাই,সবাই ঠকি,সবাই ঠেকি।