রাগলে তোমায় সুন্দর লাগে
হাসলে লাগে পরী,
সাজলে তোমায় অপরূপা লাগে
কাঁদলে লাগে বুড়ি।

মুক্তো ঝরানো হাসলে হাসি
চাঁদ হয়ে যায় ম্লান,
দৃষ্টিতে তোমার বিদ্যুৎ গতি
কথা অমৃত সমান।

উক্তিগুলো আদেশ লাগে
নিষেধগুলো হারাম,
আইন-কানুন, দন্ড বিধি
তোমার তরে সমান।

তোমার সনে কাটানো সময়
স্বপ্নের মতো লাগে,
তোমার তরে হাজার বছর
বাঁচার বাসনা জাগে॥