বলতে লজ্জা নেই আমার
আমি এ সীমান্তের সন্তান
যেথা ধূলি মাখা গায়ে অভাবে অনাদরে
বেড়ে ওঠে কত শত প্রাণ।।।
রোজ কুড়ে ঘরে অভাবে-অনাদরে
শৈশব গেছে কবে হারিয়ে
দু’বেলা দু’মুঠো ভাত জোটাতে
কৈশরও গেল পেরিয়ে।।
যৌবনের আগুন লাগা চোখে
কাটে রাত নিশি কন্যায়
সম্ভ্রম যেথা লুটায় পদতলে
সীমান্তের কাঁটাতার পেরুলেই
ভেসে যায় সব অন্যায়।