বিদ্যা বুদ্ধি জ্ঞান ও উক্তিতে
ব্যাকরণের ফাঁদে পড়ে,
কবি বেচারার দাঁতগুলো সব
গেল বুঝি আজ নড়ে।
শিশুকালে নজরুল কৈশরে রবি
যৌবনে আনমনে
ভাবল হবে কবি।
কাঠ পেন্সিল শিক্ষা দিল
ভাঙ্গবে সে সদা
কলম কিনে সাদা কাগজে
লেখা হলো আাঁকা-বাঁকা।
ভাবল সে এসব যে
যার তার কাজ নয়,
ভাঙ্গা দাঁতে কবির আশা
নিরাশায় শেষ হয়।