আমি তোমার কথার মুগ্ধ শ্রোতা হতে পারি না
কারণ সে সময় আমি তোমার দিকে চেয়ে থাকি
আমি তোমার চুলগুলো ক্লিপআটা
দেখতে পছন্দ করি না
কারণ তোমার খোলা চুল
আমার হৃদয়ে দোলা দেয়।
আমি তোমার বিষন্ন মুখ দেখতে পারি না
কারণ তোমার হাস্যচ্ছল মুখটি দেখে আমি অভ্যস্ত।
ভালোবাসি তোমায় এ কথাটিও বলতে পারি না
কারণ ভয় হয়, হারিয়ে ফেলব হয়তো তোমায়।
ভালোবাসাগুলো ভালোবাসার কথাগুলি
বুকের মাাঝে জমাই
তোমার দেয়া মধুর অনুভূতিগুলো মনে হলে
আমার হৃদয়ে শীতল বাতাস বয়ে যায়
পরম পাওয়ার তৃপ্তিতে দু’চোখ বুজে আসে।
আমার এ না বলা কথাগুলো তুমি কি বুঝতে পার?
না, না তা কি করে হয়?
এগুলো তো আমার না বলা কথা
বুকের মাঝে ক্রমে ক্রমে বেড়ে ওঠা কল্পনার জাল
তুমি কেন, কেউ না জানবে না কোন দিন ॥