এই সমাজের তিনটি শ্রেনী
মধ্যে আমার বাস
সংসার নামে পুতুল খেলায়
নিত্য উপহাস।

সংসার নামক যাতা কলে
পিষ্ট নিয়ম-নীতি
পাছে লোকে মন্দ বলে
মনে সদাই ভীতি।

নুন আনতে পান্তা ফুরোয়
বাড়ছে ঋনের বোঝা
ফুটো টিনের ছোট্ট ঘরে
জীবনের মানে খোঁজা !!