কবিতা কি আর লিখব আমি বল
সব কবিতায় যে তুমি এসে যাও...
সেদিন শিশির আর রোদ্দুরের খেলা
দেখলাম ভাবলাম লিখতে বসলাম
ও মা, আমি এ কি লিখছি,
কবিতার লাইনগুলো এমন......
শিশির ভেজা বিস্তৃর্ণ মাঠে খালি দু’টি পা
হাঁটছ তুমি শুভ্র শাড়ি জড়িয়ে তোমার গায়।
যেদিন বকের সারি দেখে মুগ্ধ হয়ে লিখলাম...
মুক্ত বিহঙ্গে আমরা দুটি মুক্ত বিহঙ্গ
উড়ছি বাতাসে মিলিয়ে অঙ্গ।
শহরের কালো ধোঁয়া ছাড়িয়ে যখন
গ্রামের সবুজ ধান ক্ষেতের পাশে
মেঠো পথ ধরে হাঁটছি।
পাশে বয়ে যায় মরা নদী তখন লিখলাম
ভাগ্য যদি আমায় কৃষাণ করে
নাঙ্গল দিয়ে করব জমি চাষ
কৃষাণী বেশে তুমি আমার পাশে থেকো বার মাস।
কবিতা কি আর লিখব আমি বল?
সব কবিতায় যে তুমি এসে যাও॥