হে মোর অজানা বন্ধু
হয়তো তোমায় দেখেছি
সেই পূর্নিমার রাতে
যখন তুমি তাকিয়ে ছিলে
অপলক নেত্রে অভিরাম চাঁদের দিকে।
হয়ত তোমায় দেখেছি
ভোরের শিশিরে সিক্ত
ফুলের সুবাস নিতে।
হয়তো তোমায় দেখেছি
কিশোরী বেশে রাঙ্গা পায়
ছমছম ঘুঙ্গুর বাজাতে।
হয়তো তোমায় দেখেছি
দুপুরের বৈশাখী
এলো চুলে দোল খেতে
হয়তো তোমায় দেখেছি...॥