ঈদের ছড়া লিখতে গিয়ে
ভাবছি বসে ঠাঁয়,
আসলে ঈদ নিয়ে ঠিক
কি ছড়া লেখা যায়।
আমরা যারা ধনী সমাজ
উচুঁ তলার মানুষ
আল্লাহ তাদের ঈদে দিয়েছেন
অফুরন্ত সুখ।
গরীব আছে মহা দুখে
ভাবছে বসে হায়
ঈদ ঠিক আমাদের মতো
গরীবের জন্য নয়।
থাকত যদি সাম্যের বাণী
মহান হতেন কারা
আল্লাহ মোদের সুযোগ দিয়ে
বলছেন দু’হাত বাড়া।
সময় থাকতে এমন সুযোগ
ছাড়ব কেন ভাই?
সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে
আসুন মানবতার গান গাই ॥