চাঁদের আলোয় আলোকিত পৃথিবী
আলোর আভা পড়েছে গায়,
আশ্চর্য সুন্দর লাগছে নিজেকে
বসে আছি একাকী খোলা মাঠে।
কিছু এলোমেলো বাতাস করছে খেলা
কখনো গাছের পাতা, কখনো ধুলোর সাথে।
অদৃশ্য বুনো ফুলের গন্ধ পাই
আকাশে তাকিয়ে তারা গোনার চেষ্টা করি
চাঁদের কালো দাগগুলো কলঙ্ক ভেবে
খুঁতিয়ে খুঁতিয়ে দেখার চেষ্টা করি
গা এলিয়ে দেই সবুজ ঘাসে
ঘুমিয়ে পড়ি ক্লান্ত দেহ তৃপ্ত মন নিয়ে ॥