শীতের সকালে উঠিয়া আমি
জামা কাপড় কোর্টে
হাতে মোজা মাথায় টুপি
পায়ে পাম সু এঁটে।
ঘর হতে বাহির হইলাম
শীতটা কিন্তু বেশ
আর একটা জামা হইলে
থাকতো না কোন লেশ।
হাঁটছি আমি রাস্তা দিয়া
দু’ধারে লোকালয়
তার পাশে রেল লাইনটা
ষ্টেশন যারে কয়।
সারিবদ্ধ মানুষ দেখিয়া
চমকিয়া উঠি আমি
মানুষগুলো খালি গায়ে হায়
শুইয়া রয়েছে শীতে
ঠান্ডা গরম সর্দি কাশির ভয়
ফেলিয়া তাহারা পিছে।
শীত খোদা দিয়েছে
ভয় করি হায় কিসে
আজ হতে পণ করিলাম
আমি গরীবের পাশে ॥