বাংলার গান, বাংলার প্রাণ, আমার স্বাধীনতা।
বাংলাকে আমার বলার আছে, হৃদয়ের শতকথা।
আমার দেহ, মন আর প্রাণ শপেছি বাংলার তরে,
যার প্রাণ ফিরে পেয়েছি উনিশশো একাত্তরে।
একাত্তরের মুক্তিসেনা প্রাণ দিয়েছে যাঁরা,
তাদের রক্তে শপথ নিয়েছি দেশ গড়বো আমরা।
জ্ঞান সাধনা করে মোরা অনেক বর হবো,
এ ধরাকে জয় করে মোরা গ্রহান্তরে যাবো।
অন্য জগতে আমরা পাবো প্রাণের সন্ধান,
আমার বাংলাদেশ রাখবে সারা পৃথিবীর সম্মান।
মায়ের শপথ রক্ষা করবো আমার স্বাধীনতা,
সবাই মিলে ধ্বংস করবো দেশের শত্রুতা।