সর্বক্ষেত্রে শাসনের দণ্ড এখন ভণ্ডের হাতে।
সবকিছু নির্ভর করে তাদের মতামতে।
সালাম পান বেশি বেশি ক্ষমতার জোরে,
কোন শক্তি নেই যে তার বিচার করে।
সেই করে সব বিচার বাধা নেই কোন,
সমাজের ভগবান সেজে আছেন যেন।
নীতিবান ম্রিয়মাণ চুপ তার দাপটে।
প্রতিবাদে গেলে কেউ নিঃস্ব হবে সে।
চাঁদাবাজি, নেশাবাজি সব বাজি করে যে,
তার হাতে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি,
নেই তার রীতি-নীতি সর্বস্তরে দুর্নীতি।
স্কুল-কলেজ, মসজিদে তারা হন সভাপতি।
প্রশাসন মেনে নেন যা বলেন সমাজপতি।
মহল্লায়, বাজারে, গরুর হাটে, ফুটপাতে,
এদের চাঁদাবাজি চলে হরদম হাতে-নাতে।
সমাজের মানুষের কি আসে-যায় তাতে।
নীতিবান ধর হাল একসাথে নিজেকে বাঁচাতে।
দুর্নীতি রোধ করে ফিরিয়ে আনো শান্তি,
দূর কর সমাজের বিভ্রান্তি ও অশান্তি।
তবেই আমরা গড়তে পারবো সমৃদ্ধ জাতি।