নদীর স্রোতে পাখির গানে,
চেয়ে থাকি আকাশ পানে।
মায়ের ডাক শুনে শুনে,
মমতার টানে টানে,
দেশ প্রেম জাগে প্রাণে।
ঋতুদের আগমনে
কুসুমের ঘ্রাণে ঘ্রাণে
ভ্রমরের গুঞ্জনে
বসন্তের বাতায়নে
বসে থাকি এক ধ্যানে।
দেশ প্রেম জাগে প্রাণে।
শরতের গগনে-
সাদা মেঘ গুনেগুনে,
হয়ে যাই আনমনে।
শীতের পিঠার আমন্ত্রণে,
চলি নিজ গ্রামপানে।
দেশপ্রেম জাগে প্রাণে।
সাগরের কলতানে-
উড়ে যাই মনে মনে,
দিগন্তে আকাশপানে।
রাখালের গানে গানে-
উদাস মন বনে বনে,
হারিয়ে যাই কোনখানে!
বাধা নেই যেখানে।
মিশে যাবো সেখানে।
দেশ প্রেম জাগে প্রাণে।
আসবো আবার শেষে,
দেশকে ভালবেসে।
থাকবো মিলেমিশে,
একটি ধানের শীষে।
নদী-বন মাটিতে মিশে,
থাকতে চাই এ দেশে।