বৃক্ষ হলো এ ধরণীর আদি প্রাণ,
প্রাণীর আগমনে বৃক্ষের অবদান।
উচিত নয় তাকে অবহেলা করা,
তার জন্যেই বেঁচে আছে বসুন্ধরা।

সবাই মিলে করবো চারা রোপন,
বৃক্ষই হবে সকলের আপনজন।
সে দেয় বেঁচে থাকার জন্য অক্সিজেন,
বৃক্ষগণ করে বিষাক্ত কার্বন... গ্রহণ।  
করবো না কখনো কেউ কৃক্ষ নিধন।

ধ্বংস করলে বৃক্ষ বিরান হবে ধরা,
সৃষ্টি হবে বন্যা-জলোচ্ছ্বাস-খরা।
আবহাওয়া জলবায়ু হবে প্রতিকুল,  
ধ্বংস হবে পৃথিবীর সমস্ত প্রাণিকূল।

বাঁচবে না এ ধরা বৃক্ষ ছাড়া,  
দীক্ষা নেবো মোরা মহীরুহে ভরবো ধরা।
কাটলে গাছ একটি করবো রোপন দশটি।
পণ করি সকলই, বাঁচিয়ে রাখবো ধরাটি।