জগতের তরে আমরা সবাই,
জগত আমাদের তরে।।
আমরা বাঁচি এ ধরাতে,
কঠিন সমর করে।
মোদের বাঁচার আশা,
বাঁধি এ ধরাতে বাসা।
মহীরূহ বাঁচিয়ে রাখে মোদের,
মোরা না বুঝে বিনাশ করি তাদের।
আজ করি সবাই অঙ্গিকার,
“প্রাণী ও বৃক্ষ ধ্বংস করবো না আর,
আগামী প্রজন্মের জন্য-
পৃথিবীকে বাঁচিয়ে রাখার।”
মানুষের অজ্ঞতা ও ভুল কাজ কারবার
ধরা অতিষ্ট হয়েছে বারে বার।
সময় হয়েছে এবার শপথ করার,
ক্ষতি করবো না কেউ এ ধরার।
এটাই হবে পৃথিবীর মানুষের অঙ্গীকার।