তোমার দুচোখ আমাকে আজ খোঁজে না আর
সীমাহীন এই অক্ষত প্রান্তরে,
আমার পথ চেয়ে অপেক্ষায় থাকে না তোমার আনমনা মন
মায়ায় জড়িয়ে থাকা এই পৃথিবীর পরে।
পশ্চিমে যাওয়ার সময় দেখি না আর
একেবেকে যাওয়ার পদচিহ্ন তোমার,
দক্ষিণা বাতাসে মন দোলে না আর,
নেতিয়ে যাই অশ্রু সজল চোখ আমার।
হেমন্ত এসেছে তবু রূপ নেই সজীবতায়
চুপ থাকে তবু বোবা রূপ পাখিটা,
আমায় হারিয়ে বসেছি আমি
অপেক্ষারত দুচোখ দেখে যাই অতীত আর বাকিটা।
দু একটা প্রজাপতি উড়ে যাই ছন্দহীন ডানা তাদের
দেখা যাই সন্ধ্যার ছিম ছিম বাতাসে
লক্ষ্মীপেচা হীজলের ফাঁক দিয়ে উঁকি দেই তবু
পুর্নিমার চাঁদটি নেই আর আকাশে।