শেষ কথায় বেলা শেষে,
      আবার আসবে বলেছিলো সে
      গোধুলি রাঙ্গা ক্ষনে, ফুলের গন্ধ মেখে,
      রংধুনুর রং নিয়ে মাধুরীর বেশে।
      সে আসবে বলেছিলো আমায়, বেলা শেষে।

সে আসবে বলেছিলো আমা্য় ,
      ক্লান্ত বিকেলের হালকা
      সমিরনের দোলনায় চেপে
      সে আসবে বলেছিলো আমায়
      শ্রাবণের ঘন সাদা মেঘের রুপে।

সে আসবে বলেছিলো আমায়
      আষাঢ়ের প্রবল বারিধারা ফেলে
      সে আসবে বলেছিলো আমায়
      বৈশাখের দমকা হাওয়ায়
      তার দুটি ডানা মেলে।

সে আসবে বলেছিলো আমায়
      বসন্ত রুপের বাহার দেখতে
      সে আসবে বলেছিলো আমায়
      বিকেলের নীল আকাশের নিচে
      কুড়িয়ে পাওয়া অক্ষরের কবিতা লিখতে।

সে আসবে বলেছিলো আমায়
      যেখানে আকাশ থকবে নীল
      মাথা ছুঁয়ে যাবে সাদা গাঙচিল
      সে আসবে বলেছিলো আমায়
      হবে আবারো দুজনের মিল।