প্রিয়,
যদি পারো কখনো চাঁদ ঝলমলে নিঝুম রাতে
চুপটি করে পাশে এসে বসো আবার!
বিতর্ক বিহীন রাতে
নয় কোন স্পর্শের আদান!
চোখ বুজে শুধু হারিয়ে যেও অনুভবে
মনের গভীর থেকে গভীরতর সমুদ্রে
অথবা তারা ভরা নিশ্চুপ আকশে!
কথা দিচ্ছি- এক আকাশসম
ভালোবাসা লাগবে তোমার !
নিজেকে সামলে নিতে আবার।
প্রিয়,
যদি পারো একবার এসো হাটি দুজনে খালি পায়ে
শিশির ভেজা সবুজ ঘাসের উপর আবার!
হাতে হাত রেখে, আঁকাবাঁকা পথে দেই পাড়ি।
সীমাহীন সেই পথে থাকবে না কোন আহাজারি!
হারিয়ে যাব দুজনে নীলের মাঝে।
কথা দিচ্ছি- চাইলেও পারবে না তুমি
ফিরে যেতে সেই চিরচেনা ঘরে
আমায় ছেড়ে!