আমার বৈঠা ভাঙ্গা নৌকা লইয়া
যাও তুমি মাঝি কনে?
যেও না মোরে না কইয়া গো মাঝি
লইয়ো গো মোরে তোমার সনে!
যাও তুমি মাঝি কনে?
জল ভরা এ নদীর বুকে
ভাসিও গো মোরে লইয়া
পান রাঙ্গা ওই মিষ্টি মুখে
একবার ডাক দিও গো মোরে
বলাকা রাঙ্গি কইয়া!
ভাসিও গো মোরে লইয়া।
ও মাঝি ও মাঝি তোমার নৌকায়
গা ভাসাইবো বড্ড মোর শখ
তোমারে লইয়া দিব উড়াল
যেমনটা উড়ে কাঠ রঙ্গা সাদা বক!
ও মাঝি তোমার নৌকায়
গা ভাসাইবো বড্ড মোর শখ।